Friday, 6 April 2012

আল্লাহ আমাদের তওফিক দেও

গ্যাস নাই। পানি নাই। বিদ্যুৎ নাই। শেয়ারবাজারে পুঁজি নাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। যানজটে অচল নগরীতে চলাফেরার সুযোগ নাই। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কূলকিনারা নাই। ব্যবসা নাই। বাণিজ্য নাই। বিনিয়োগ নাই। শ্রমবাজার নাই। দ্রব্যমূল্য নাগালে নাই। চাকরি নাই। বাকরি নাই। কর্মসংস্থানের সুযোগ নাই। রাজনীতিতে ঐক্য নাই। রাজনৈতিক স্থিতিশীলতা নাই। রাজনীতিতে পরস্পরের আস্থা নাই। বিশ্বাস নাই। সংসদ কার্যকর নাই। রাজপথে গণতন্ত্র নাই। সংসদে গালি আছে তালি নাই। শিক্ষাঙ্গনে পরিবেশ নাই। ঘুষ ছাড়া কাজ নাই। তদবির ছাড়া প্রাপ্তি নাই। দলীয়করণ-তোষামোদির সীমা নাই। না থাকা, না পাওয়ার বেদনায় দগ্ধ জনজীবনের কোথাও কোনো শান্তি নাই। স্বস্তি নাই। অন্তহীন নাই-এর মধ্যে অসীম ধৈর্য নিয়ে তবুও মানুষ আশায় বুক বাঁধে। তবুও মানুষের স্বপ্ন ফুরিয়ে যায় না। সরকার, বিরোধী দল সবার কাছেই সুশাসন চায়। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা চায়। রাজনৈতিক স্থিতিশীলতা চায়। দলীয়করণের ইতি চায়। মেধা ও যোগ্যতার মূল্যায়ন চায়। গত কুড়ি বছরের গণতান্ত্রিক শাসনামলে পর্যায়ক্রমে দুর্নীতি, দলীয়করণ, প্রতিহিংসার রাজনীতি তীব্র হলেও মানুষের স্বপ্ন ফুরিয়ে যায়নি। দেশপ্রেমিক সাত কোটি মানুষের এই দেশ জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে একসুতোয় বাঁধা পড়ে '৭১ সালে সুমহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নে বিভোর বাংলাদেশের জনগণের সামনে রাজনীতির নিয়ন্ত্রক প্রধান দুই দলের দুই নেত্রী গণতন্ত্রের সংগ্রামের ডাক দিলে সেখানেও জীবন-যৌবন বিসর্জন দিয়ে মানুষ গণতন্ত্র মুক্ত করেছে কিন্তু তাদের প্রত্যাশা ও প্রাপ্তির যোগফল মেলেনি। দিনে দিনে বেড়েছে প্রত্যাশা ও অঙ্গীকারের সঙ্গে জনগণের পাওনার হিসাব। দলে দলে গণতন্ত্র নাই, মাঠে নাই, ঘরে নাই। তবুও মানুষ বিভক্ত রাজনীতির ত্যক্ত-বিরক্ত অভিজ্ঞতায় দুই সে াতধারায় অবস্থান নিলেও এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে 'বাংলাদেশ বাংলাদেশ' ধ্বনিতে সজলনয়নে ১৬ কোটি মানুষ একসুতোয় বাঁধা পড়েছিল। গভীর দেশপ্রেমে মগ্ন জনগণ এখনো দেশকে মালয়েশিয়া-সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হিসেবে দেখতে চায়। ৪১ বছরে যদি জাতির নেতৃত্বকে হত্যা না করা হতো, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দুর্নীতি, অপশাসন আর দলবাজি রোধ করা যেত, হয়তো দেশ সেখানেই যেত। অনেকে হয়তো বলবেন, মওলানা ভাসানীর মোটা ভাত, মোটা কাপড়ই নয়, বেগম খালেদা জিয়ার ডাল-ভাতই নয়, শেখ হাসিনার মাছ-ভাতেও এগিয়েছে দেশ। শাসকদের ভেতরে ও আশপাশে থাকা বিশেষজ্ঞরা প্রবৃদ্ধি অর্জনের হিসাব দিয়ে দেশ এগিয়ে যাওয়ার প্রশংসায় আত্দসুখ খুঁজবেন। কিন্তু কেউ আত্দজিজ্ঞাসা করে খুঁজবেন না হানাহানির রাজনীতি, দুর্নীতি, দলীয়করণ নির্বাসনে দিয়ে জাতীয় ঐক্যের রাজনীতি ও সুশাসন অব্যাহত রাখলে দেশ আজ কোথায় থাকত? দিনে দিনে সর্বত্র ঘটেছে অবক্ষয়। বিদ্যুৎ, গ্যাস ও পানির জন্য জনজীবনে এখন তীব্র হাহাকার। শিল্প-কলকারখানা বিদ্যুৎ, গ্যাস সংকটের কারণে বিপর্যয়ের মুখে। ব্যাংকের তারল্য সংকট, চড়া সুদ বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিচ্ছে। কেউ কেউ ঘরে উঠে যাচ্ছেন। দলীয়করণের ছোঁয়া লেগেছে সর্বত্র। তৃণমূল বিস্তৃত হয়েছে দুর্নীতি। শুধু রাজধানীতেই নয়, প্রত্যন্ত অঞ্চলেও শাসক দলের নেতা-প্রতিনিধি আর প্রশাসনের কর্তারা মিলে ফুলে-ফেঁপে উঠছেন। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পেশাদারদের। কি সরকারি কর্মকর্তা, কি ব্যবসায়ী, কি বা নানা পেশার লোকজন। ব্যাংক, বীমা যেখানেই সরকারি অনুমোদন সেখানেই দলীয় লোকদের প্রাধান্য। ইলেকট্রনিক মিডিয়ার অনুমতি দলবাজ, তদবিরবাজ ছাড়া কেউ পাননি। মন্ত্রী-এমপিরা দলীয় ক্ষমতার সুবাদে রাতারাতি ব্যাংকমালিক হয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাচ্ছেন। অসুস্থ রাজনীতির প্রতিযোগিতা চলছে। আগেও চলেছে, এখনো চলছে। যেন এক হারজিতের লড়াই। পেশাদার ব্যবসায়ীরা ফাইলের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত। বিদেশি বিনিয়োগকারীরা সব খবর রেখে ত্রিসীমানায় আসতে নারাজ। রাজনীতি থেকে ধীরে ধীরে রাজনীতিবিদদের নির্বাসনকরণ প্রক্রিয়া মেধাবী প্রজন্মকে আগ্রহী করছে না। সংসদে যাদের মনোনয়নভাগ্য ঘটছে বা যারা সংরক্ষিত আসনে আসছেন, তাদের অনেকের কাছে গণতন্ত্র ও মূল্যবোধ আমলই পাচ্ছে না। রাজনৈতিক শিষ্টাচার, সংসদীয় রীতিনীতি ক্রমে ক্রমে নির্বাসিত হচ্ছে। গণতন্ত্রের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের আত্দা ক্রন্দন করছে। শেয়ারবাজারে রিক্ত-নিঃস্ব মানুষ পুঁজি হারানোর বেদনার চেয়েও লুটেরাদের আস্ফালন দেখে হৃদয়ে রক্তক্ষরণ অনুভব করছে। লুটেরাদের ধরার উদ্যোগ পর্যন্ত নেওয়া হয়নি। সেনা শাসনামল দূরে থাক, অতি কাছের ওয়ান-ইলেভেন থেকেও শাসক ও বিরোধী দল কেউ শিক্ষা নেয়নি। রাজনীতির গতিপ্রকৃতি নির্ণয়, গণতান্ত্রিক রীতিনীতি, জাতীয় ইস্যু, সংসদসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধিতে অভিন্ন অবস্থানে আসতে পারেনি। শাসকরা ফের ক্ষমতায় আসার জন্য মরিয়া। জনমত পক্ষে টানতে সমুদ্র জয়, সমুদ্র জয় বলে সারা দেশ কাঁপিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের মতো জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে এতিম বামদের প্রভাববলয় অপ্রতিরোধ্য হয়ে উঠছে। বিরোধী দল যাকে পাচ্ছে তাকেই সঙ্গে নিয়ে মধ্যপন্থি আধুনিক দলের ধ্যানধারণা বাদ দিয়ে গণতন্ত্র, গণতন্ত্র আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আলটিমেটাম দিয়ে রাজপথে হাঁটছে। সামনের রাজনীতি অশান্ত, অগি্নগর্ভ ও সংঘাতময় হওয়ার আশঙ্কা সবার। অসংখ্য হত্যাকাণ্ডের কূলকিনারা নাই। গুম খুনের হদিস নাই। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের আসামি গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটামের প্রায় দুই মাস পার হলেও সত্য উদ্ঘাটিত হয়নি। অবুঝ 'মেঘ' রাস্তায় নেমে ফ্যালফ্যাল করে তাকায়। সাংবাদিক সমাজ এককাতারে দাঁড়িয়ে আন্দোলনে নামে। শাসক ও তাদের মোসাহেবদের বিবেক স্পর্শ করে না। শাসক মহলের অন্দরে ঠাঁই পাওয়া অতি উৎসাহী দালালরা এর নেপথ্যে বিদেশি অর্থের গন্ধ খুঁজে বেড়ান। আন্দোলনরত সাংবাদিক সমাজের নেতাদের নিয়ে উন্মাদের অপপ্রচার চালান। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন ভালো নাই, গ্যাস-পানি-বিদ্যুৎ ও যানজটের জন্য জনজীবনে কেন সুখ নাই তার উত্তর খোঁজেন না। বিদ্যুতের জন্য জনতার গাল খায় সরকার। টাকা কামায় সুবিধাবাদীরা। সাধারণ মানুষের কথা কেউ ভাবেন না। সরকারের অন্দরে-বাইরে শাসকের কপালে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের 'তওফিক' লাভের চুটকি চানাচুরের মতো বাজে। মানুষের অন্তহীন বেদনা ও দুর্ভোগের কথা ঠাঁই পায় না। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, যে জনগণ সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যে মানুষ ব্যালটবিপ্লবে সরকার নির্বাচিত করে অসীম ধৈর্য নিয়ে প্রতিটি আমলের চিত্রনাট্য দেখে সয়ে যায় তবু বেদনায় দগ্ধ হয়ে বিক্ষোভ করে না। শান্তিপ্রিয় মানুষ অসীম ধৈর্য ধরে সরকারের কাছেই প্রত্যাশা করে। মাঝেমধ্যে পানি-বিদ্যুতের জন্য বউ-ঝিরা রাস্তায় নেমে এলেও ফের শান্ত হয়ে যান। তবুও এক সরকার পাঁচ বছরে বিদ্যুৎ সমস্যা বা যানজট থেকে মানুষকে মুক্ত করে যেতে পারেনি। কলঙ্কের দায় নিয়ে বিদায় নিয়েছে। আরেক সরকার দুই বছর ক্ষমতায় থেকে ব্যর্থতার দায় নিয়ে নিন্দিত হয়েছে। তিন বছরে একটি ফ্লাইওভার নির্মিত হয় না অথচ শাসকদের হেরেমে আশ্রিত বা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা নামে-বেনামে শিল্পকারখানা, টিভির মালিক হয়ে যান। বারে বারে হন। চলমান সরকার তিন বছরেও মানুষের দুঃখ ঘোচাতে পারেনি। দিতে পারেনি জনজীবনের স্বস্তি। তবুও এ দেশের মানুষ, এই নগরবাসী নীরবেই সয়ে যায়। প্রতিবাদমুখর হয় না জনজীবনের দুর্ভোগের বিরুদ্ধে। আল্লাহর কাছে মানুষ মুনাজাত করে ধৈর্য ধারণের, বেদনা সইবার তওফিক দিতে। আল্লাহ আমাদের তওফিক দাও।

Friday, 30 March 2012

তারেক আলম, নড়াইল

             সন্তানের মুখের দিকে চেয়ে অত্যাচার মেনে নিয়েছিলাম

'স্বামী খালি টাকা চায়। বাবা বেঁচে নেই, মা টাকা পাবে কোথায়? তাও ধারদেনা করে মা টাকা দিছে। বারবার টাকা আইনে তারে দিছি। তাও মারে। শাশুড়ি-ননদ ঠেকায় না। এত অত্যাচার সয়েছি শুধু সন্তানের মুখের দিক চাইয়ে। আবার টাকা চায়। মাইরে আমার চোখ-মুখ ফাটাই দিছে। আমি এহন হাসপাতালে। সেখানেও রেহায় নেই। স্বামীর আত্মীয়রা হামলে পড়ছে। জোর করে হাসপাতাল থেকে নেয়ার জন্যি।' বলছিলেন স্বামীর নির্যাতনের শিকার তাহমিনা খানম। তিনি বলেন, 'আমার ছেলেডারে পর্যন্ত কাইড়ে নেছে। আমার ছেলেডারে আইন্যা দেন।' জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাবার মৃত্যুর পর সুমন কাজীর সঙ্গে বিয়ে হয় তাহমিনার। বিয়ের পর থেকেই সুমন ও তার বাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাহমিনার ওপর নির্যাতন শুরু করে। মেয়ের সুখের কথা ভেবে তাহমিনার মা বিভিন্ন সময় জামাতার হাতে টাকা তুলে দেন। আগে একাধিকবার তাহমিনাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে সুমন। সর্বশেষ সোমবার সুমন তাহমিনাকে এলাপাতাড়ি পিটিয়ে জখম করে। খবর পেয়ে তাহমিনার মামা বেলাল মোল্যা ভাগি্নকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সুমন তাদের একমাত্র সন্তান সিফাতকে বাড়িতে আটকে রেখেছে। তাহমিনার সঙ্গে দেখাও করতে দিচ্ছে না। স্ত্রীকে পিটিয়ে আহত করা প্রসঙ্গে সুমন বলে, 'পারিবারিক কলহের কারণে চড় দিছি।' এ ব্যাপারে লোহাগড়া থানায় একটি মামলা হয়েছে।
Source http://www.kalerkantho.com/index.php?view=details&archiev=yes&arch_date=27-03-2012&type=gold&data=Emirates&pub_no=834&cat_id=3&menu_id=30&news_type_id=1&index=3

Hanif sobhayatraya the occasion of the victory of the sea

           'Pakistani agent' comes to conspiracy to prevent

Opposition leader Khaleda wins "The Agent" of the Awami League joint general secretary of Unlabeled mahabuba - ul-Alam Hanif said, Khaleda Zia is the autocratic government of conspiracy to cause a collapse. I used to save money aiesaaiyera sarayantre been involved. The agent's confrontation with all the conspiracy people will be free.


Grand Alliance's victory on the sea and enjoy imaginative sbairacara Fall Day procession in the capital city of Dhaka. Awami League President Sheikh Hasina, the banner's image with phestuna, and color - beranyera play - kardasaha rally in the capital of the world, unions, police and the ruling Awami League at Bangabandhu Avenue from noon today netakarmira built in front of the stage. At the end of the gathering dusk at a meal at Bangabandhu Avenue from 4 to start the procession at the end of the Suhrawardi park in front of the fire cirantanera. In 1996, the Awami League-led government's collapse in the face of today's news. Fall Day of the Awami League as dinatike sbairacara.


Awami League leaders to rally before the march of the East 1 lakh 11 thousand ² samudrasimaya the government's rights in the area because of the gratitude expressed by Sheikh Hasina.


Agriculture Minister Begum Matia Chowdhury said sobhayatra gold speech, the sea's legal and diplomatic victory through fighting over another girl in Bangladesh. The Government has established the right of the people of the sea, only rice - cotton has.


He said if the Awami League to power in the country and if people take the time kalankera spot. Matia expressed hope that the opposition of all the conspiracy to overturn the verdict of the crowd and come to power again. Another case of India, with samudrasima will win.


The purpose of the group, he said, because they let the money illusion phuranora 90 days to go before Parliament beard - kamabihina a dharapata BNP leaders to come to read. Witnesses in the crowd and they say 90 days before the Parliament will phuranora.


He said at the victory, and victory and the crowd was. This is again evidence of the victory of the Awami League, led by the country's human vicissitude.


Dhaka City Awami League acting president MA Aziz chaired the gathering, as well as city leaders of Awami League leader Khalid Mahmud Chowdhury, Advocate Afzal Hossain, Nandi sujita Roy, Habibur Rahman Siraj, Dr. Mostafa Jalal Mohiuddin speech on Africa.

Wednesday, 21 March 2012

The game has started, we summarize the Prime Minister

Prime Minister Sheikh Hasina said, 'I like the whole opposition leader will not phulajhuri. He bhuri bhuri false information. 'Today is Tuesday when the National Parliament and the country.

 
Sheikh Hasina said, in the year from 001 until 006 when it was blasted for the country. The development was not high, it was ebb. He said the public has come to the vote. Government means the public servant. As a public servant here. '

 
Sheikh Hasina said the BNP at bomabaji, murder, plunder, grenade attacks, short-sleeved, and - cut happened. One woman has been raped. ', He claimed, Natore and laksmipurera kondalei BNP has been murdered. The Awami League was not involved.

 
Enduring to the Prime Minister's statement about the speaker Abdul Hamid said, 'I say, you do not have time to summarize. The long-time leader of the opposition. 'He said,' opposition leader and one of false information fabricated by the novel. He read the novel with all things from the effects of sniffing wear. I think I would like to thank him, but he came anyway. 'Opposition group in Parliament, during the speech did not give the Prime Minister said.

 
And the Enduring, the Bangladesh game has excellent phildim. 3 runs srilankake has stuck. Bangladesh, so that's what we want to win. 'He said, the game has started, the more I try to summarize it.'

Friday, 2 March 2012

Now he is sick girala rape ....

A junior doctor at the hospital in West bamkuraya ill rape him a girl. The girl's family complained to police on Thursday arrested cikitsakake today.The pain felt in the chest Tuesday night because the girl was admitted to the hospital. Hearing and speech - disabled girl was naked from his mother in the hospital recovery room and the doctor told NDTV in the interrogation.The mother said the girl, 'I can not wait for the doctor that my daughter is out of his cell to the inside. About two hours for a response from the word go that I have inside me, it was very tragic. My daughter was in the nude. He kamdachila. I had been hatabihbala cikitsakake question, this is your treatment? 'He said, pointing to my daughter that I bojhalo, she has been raped.'He has been sent to Calcutta for medical treatment yesterday tarunike.The hospital authorities said, full of false rape allegations. The girl was in the medical sciences. A three-member committee has the authority to investigate complaints of hospitals.

Tuesday, 28 February 2012

BPL Spot Fixing: New Pakistani youth ....

Sajid Khan was arrested on charges of BPL spot phiksinyera Pakistani intelligence of the citizens of the two-day police remand. Dhaka Metropolitan Magistrate's court on Monday, a detective in the police remand for five days by two days of the magistrate granted the atikula.The Kings Chittagong and Barisal Sher-e-Sports Stadium on barnasera exciting time in the match. Sajid Khan, the Pakistani citizens who were trying to access or citagam Kings players lounge. Search for people after him to challenge his detention by the security department of the Mirpur Thana - to commit to the police.The sources said, Sajid Khan, a Pakistani cricket in the Chittagong Kings and bank account number, mobile phone numbers found. Found the same with another Pakistani cricket in Dhaka glyadiyetarasera mobile number.Pakistani citizens should not take action against the arrest of a Bangladesh Cricket Board (BCB). Search the media committee chairman Jalal Yunus said in today's Science.Jalal Yunus said, the Pakistani police and the citizens of the BCB. Now that will pulisai to.BCB host BPL. Why will not investigate the incident BCB phiksinyera spot in the competition - with a response to media queries, the Committee Chairman, said, 'We do not have the kind of agency. Most of the foreign citizen. He was detained and questioned by the police are entitled to. We do not have the expert. So that the police will. We do not have to. 'Search the ICC has not said they will investigate. ICC chief said one official told Reuters, it is not the ICC tournament. The tournament, they see that.

Sunday, 26 February 2012

Kevin stood for the challenge of Julia gilardera rada

Australia's ruling Labor Party's leadership of the Prime Minister announced the resignation of Prime Minister Julia gilardera challenges with Kevin rada. The next Monday, the team leader of the party vote ainapranetara. The Prime Ministers welcomed the radera ghosanake gilarda.Role as Foreign Minister when the Prime Minister, resigned on Wednesday and were not getting the help gilardera rada. The Washington press conference to explain the resignation. It returned in the rada.007 to 010 of the Premiership until the rada the Friday, the Prime Minister of the Australian people that I did, I was the Prime Minister would like to work. 'Main criticism of the rada gilardera said gilardera people have lost trust. The team led the team that will be destroyed gilarda. I would like to bring back the confidence of the public. The Minister for Labour Party leadership decided to compete with gilardera. '013, led by the late Labour Party leader gilardera the part of Parliament.Group of senior ministers from colleagues in the current circumstances, the victim of harsh criticism of having rada. In response to these criticisms, he said, 'I'm finished as a leader, it does not say. However, Humans, not bad. 'Rada, the Australian Labor party in the ruling party's leader, who is not a character. Tamrai personal invective against him said. In June the Prime Minister was responsible for 010 when released in the same manner as the victims of personal attacks.Information is in conflict with the 010 since gilardera radera. Some of the challenges of leadership radera upapradhanamantri gilarda then. If you are defeated by votes rada gilarda. AFP, Reuters.

Welcome to the new scheme somalira

Stories about the international community to end the civil war up to 0 years, welcome to the new plan by the country. However, analysts say, is planning a new route to resolve the Somali problem is not.The missile attack on the southern Somali jangisangathana Al - sababera four members have been killed.Terrorism, piracy, civil war and held a conference in London on Thursday durbhikse worn below the future, at least 40 countries around the world joined representatives. UN Secretary General Ban the Moon and the U.S. Foreign Minister Hilary klinatanao also took part.Somali capital, Osman deniyela dokani mogadisura grocery, and many more to add to the conference organized by the international leader of Somalia's been understood, Somalia is in their interest. We hope, thus improving the way the situation can be found in Somalia. 'Mogadisura muhidina abadulahi residents, and never below one-day conference will not meet expectations. But the conference was that the agreement, it is important to implement. '60 km to the south of the mogadisu helicopter missile attack targeted a vehicle is. It was in the car - sababera killed four members. Local residents said the attack has been confirmed. Intelligence officials, however, to ensure that the blast killed three persons. AFP

Development is impossible without establishing peace in the country, Suu Kyi

Miyanamarera ganatantrapanthi leader Aung San Suu Kyi, the troublous peace in the area of ​​the miyanamarake developing countries as possible. During the visit the country on Friday in the Kachin State capital mitakinaya comments Suu Kyi.Parliament on 1 April anustheya upanirbacane membership will compete with Suu Kyi. On the occasion of their National League for Democracy party (enaeladi) to support the tour of Kachin adaye. 65 km away from the state capital mitakina magam town last Thursday to rally supporters of Suu Kyi, the country is unhappy kacinera uneasy situation.After five decades of military rule to democracy miyanamare good chicken is a very important person in the quantities being considered. Nobel Peace Prize laureate Suu Kyi to be able to resolve the conflict kacinera are many. A Western diplomat said, to resolve this conflict is probably the best person to sucii. The concept of nrgosthira people in the local emanatai.The country's northern Kachin ethnic minority rebels and the army to fight in June of last year running. The hill state of violent conflict in the Western world, China simantasanlagna miyanamarera free with a bar as well as the working relationship.Eight months due to ongoing fighting kacinera about 60 thousand people have been moved to 80 asrayakendre. The name of a local Christian leaders to express terms of political discussion with them, instead of the government only wants to talk about astrabirati and development. But they are meaningless to talk about it.International human rights organization Human Rights Watch called on to provide access to miyanamarera foreigners in prison. The effect of moving from military to work in the সংস্কারপ্রক্রিয়ায় miyanamarera The organization has warned.David Scott said the tour miyanamara myathisana recent research organization, a change in fundamental human rights situation in his country with largely. The total number of prisoners it was urged by President theina seinera.Seinera-led government as part of theina সংস্কারপ্রক্রিয়ার rajabandike the past few months, thousands of them. A few weeks ago, the country's young people get released from jail bloggers Phone Network. After recovery of the family members and friends to meet online paraparai he is. 008 was charged to programs via the Internet sarakarabirodhi karadandadesa He was 0 years old. Phone Network, said that through the support of many friends he has. I'd like to blog for new posts after the release.Miyanamarera on charges of human rights violations in the United States and the European Union (EU) imposed a full blockade withdrawal. The name of a company not to reveal the miyanamarera conditions, the only exception of the situation, everything is running parikalpanamaphika Kachin. Reuters and AFP.

Wednesday, 22 February 2012

Afghans protest demonstrations poranoya Quran (video)

NATO forces inside Afghanistan, a U.S. airfield Quran Sharif burning demonstrations protesting the U.S. military around the deficit reducing aphaganara. He said NATO has been strongly regretted the incident investigation.60 km north of Afghan capital Kabul to the United States occurred at the airfield bagarame a government official said.Burning The Quran Sharif on Tuesday's protest demonstrations outside the airfield bagarama pratibadakarira. They target the base of the stone and throw petralaboma. In their rush to the rubber bullets.Protests in the capital Kabul. Unexpected events, but no news were found.Burning The Quran Sharif in Afghanistan, NATO forces ghamtite chief General John R. Allen, regretted that the investigation of the incident. He said the Afghan President for any crime, the government and the people that I sincerely apologize. 'NATO forces in Afghanistan bagarama bimanaghamtite Burning Quran Sharif on the first of several copies of a government official. The role of the ghamtite. 'The officer said, 'I protest the burning of Holy Quran Sharif.' Afghan Interior Ministry spokesman sadika sadeki ensure the demonstration, to avoid unpleasant incidents in the area of ​​ainasrnkhala defender has been sent to members. 'Reuters.

 
Design by BPL News | BPL News by Recreation - International News | Press Release Distribution